Feb, 25 2018

Amader Launch (আমাদের লঞ্চ)

নদীমাতৃক বাংলাদেশে লঞ্চ যোগাযোগ এর অন্যতম মাধ্যম। দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে লঞ্চ এখনও জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। লঞ্চ ভ্রমণ যেমন আরাম দায়ক তেমনি আর্থিক ভাবেও সাশ্রয়ী। কিন্তু বর্তমানে লঞ্চ সম্পর্কে মানুষের ধারণা কম থাকার কারণে অনেকেই লঞ্চ ভ্রমণের আনন্দ থেকে বঞ্চিত হয়। “আমাদের লঞ্চ” অ্যাপ এর উদ্দেশ্য হল লঞ্চ সম্পর্কে সাধারণ মানুষকে জানানো।
“আমাদের লঞ্চ” অ্যাপ এর মাধ্যমে আমরা লঞ্চ সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছি। “আমাদের লঞ্চ” অ্যাপ এর মাধ্যমে আপনারা জানতে পারবেন –

লঞ্চ এর সময়সূচী

লঞ্চ এর বিভিন্ন শ্রেণীর টিকেটের ভাড়া

লঞ্চ টার্মিনাল এর অবস্থান

অনলাইনে টিকিট কাটা

সেন্টমারটিন জাবার টিকিট ক্রয়

লঞ্চ সম্পর্কিত বিভিন্ন খবর।

ইন্সটলঃআমাদের লঞ্চ